মুঃবাবুল হোসেন বাবলাঃ১৪জুলাই
আসন্ন পবিত্র কোরবানী উপলক্ষে বন্দর নগরীর ঐতিহ্যবাহী সল্টগোলা রেল ক্রসিং-ঈশান মিস্ত্রির কোরবানী পশুর হাট উদ্বোধন করলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী। ১৪জুলাই বুধবার বিকেলে ফিতা কেটে ও পরিদর্শণ করে ঐতিহ্যবাহী পশুর হাটের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, সরকারী স্বাস্থ্য বিধি মেনে এবং পরিবেশ সম্মত উপায়ে এবারের পশু বিক্রির উদ্যোগ অত্যন্ত সাবলীল হবে। তিনি আরো বলেন, সরকারের প্রধান মন্ত্রী অত্যন্ত ধর্মভীরু, আর যে দেশের রাজা অবশ্যই সৎ ও পরিচ্ছন্ন হন ,সেই দেশে কখনোই গজব নাজিল হয় না। বর্তমান প্রধানমন্ত্রী সব দিকেই সু-নজর রাখেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
হাটে আগত ক্রেতা-বিক্রিতাদের মাস্ক পরিদান সহ স্বাস্থ্য বিধিমেনে এবং বয়স্ক-শিশুদের ও দলবদ্ধ ভাবে হাটে না আসার অনুরোধ জানান। সিটি মেয়র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
সল্টগোলা রেল ক্রসিং-ঈশান মিস্ত্রির কোরবানী পশুর হাট ইজারাদার আবু সালেহ মোঃ জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন,৩৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ চৌধুরী, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মান্নান,৩৭নং ওয়ার্ড হাজী মোঃ মোরশেদ আলী। এসময় হাট ইজারাদার অপর সহযোগি মোঃফজলু সরকার, সালাউদ্দিন ফরহাদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
হাটইজারাদার গণ সর্বময় হাটের পরিবেশ বজায় রাখবেন বলে উপস্থিত জনতার সামনে ঘোষনা দেন।এছাড়া দূর-দূরান্ত এলাকা থেকে আগত বিক্রিতাদের কষ্টের কথা চিন্তা করে যাতায়াত সহজ করার জন্য মেয়র মহোদয় কে অনুরোধ জানান।
Discussion about this post