স্টাফ রিপোটারঃ১৪জুলাই
পতেঙ্গার কাঠগড় এলাকায় লিপি আক্তার (২৬) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) ৭ টার সময় নিজ বাসায় বিষ পান করলে তার স্বামী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক শীলব্রত বড়ুয়া।
মৃত লিপি আক্তার পতেঙ্গা থানার কাঠগর এলাকার মো. আমজাদ উদ্দিনের স্ত্রী।
গৃহবধূর স্বামী মো. আমজাদ জানান, ‘লিপি বিষ খেয়ে আত্মহত্যা করতে চাইলে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের ডাক্তার তাকে মৃত বলে জানান।
তবে কি কারণে বিষ পান করেছেন এ বিষয়ে এখনও কিছু বলতে চাননি তিনি।
Discussion about this post