নিজস্ব প্রতিবেদকঃ ১০জুলাই
মহামারী করোনায় অভুক্ত ,দুঃস্থ- অসহায় গৃহবন্দী লোকদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করে চট্টগ্রাম মহানগর নাগরিক ঐক্য।
আজ (১০ জুলাই )শনিবার দুপুর ১টায় আকবর শাহ থানাধীন উত্তর কাট্রলী জানারখীলের বস্তিতে সংগঠনের মহানগর নাগরিক ঐক্যর সংগঠক, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের সন্তান এডভোকেট এ. এইচ .এম জাহিদ হোসেন উক্ত কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যর অন্যতম সংগঠক মোঃ জামাল উদ্দিন ,সংগঠক মাজহারুল ইসলাম ,মোঃজিয়া উদ্দিন,হাবিবুর রহমান, মোর্শেদ আলম।
কর্মসূচি পালন কালে এডভোকেট জাহিদ বলেন, লকডাউন,শাটডাউন আর গনতন্ত্র যাই বলুন লুটপাটকারী হাইব্রিড সুবিধাবাদীদের জন্য উপস্থিত যারা ১১লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আর অসহায় দুঃস্থ গরিবদের সম্পূর্ন বঞ্চিত করে রাষ্ট্রকে ঠেলে দিচ্ছে আত্মহত্যার দিকে তাদের বিচার কে করবে..?
যাহা গত কয়েকপূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতে দেখেছি। মানুষকে বিনা চিকিৎসায় মারা হচ্ছে। না আছে অক্সিজেন, না আছে বেড,না আছে কেনুলা এককথায় চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে।
আমার পিতা এই দুঃশাসন দেখার জন্য দেশ স্বাধীন করেনি ।এই অবৈধ সরকারের হাতে প্রতিনিয়ত মুক্তিযোদ্ধারা নির্যাতনের স্বীকার। মুখোশে মুক্তিযোদ্ধের আর কাজে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণকরে অস্ত্র আর প্রশাসনের জোরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এই জালিম সরকার।
প্রকৃত পক্ষে সচেতন জনগন এই ফ্যাসিস সরকারের অবিলম্বে পদত্যাগ চাই ! সাধারণ মানুষ ইতিমধ্যেই ক্ষেপে উঠেছে এবং সরকারের সমস্ত অনিয়ম, দূর্নীতি-লুটপাট ও স্বাস্থ্য-চিকিৎসার নামে জালিয়াতি অপশাসনের তীব্র প্রতিবাদ সহ মানুষের মৌলিক সমস্যায় দ্রুত পদক্ষেপ নিতে জোর দাবি তুলেন।
পরে উত্তর কাট্রলী সহ বিভিন্ন এলাকায় ঘরবন্দি মানুষদের নাগরিক ঐক্যর পক্ষ থেকে এক বেলা খাবারের প্যাকেট ঘরে ঘরে পৌছে দেন।
নিউজ; তৈরি বি/হো,চট্টগ্রাম।
Discussion about this post