পটিয়া প্রতিনিধিঃ১০জুলাই
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধউরডেঙ্গা সড়কের পাশ থেকে মেহেদী হাসান (১৫) নামের এক রিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ জুলাই শনিবার কাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়।নিহত মেহেদী হাসান ভোলা জেলার আলী আকবরের ছেলে। সে পটিয়া উপজেলার শেয়ানপাড়া এলাকায় একটি ভাড়াবাসায় থাকতো।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
তিনি আরো বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার টিকরি। লাশের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Discussion about this post