সাতকানিয়া প্রতিনিধিঃ০৯জুলাই
চট্টগ্রামের সাতকানিয়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্যসহ ৬ দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১১টায় উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সৈয়দ আহমদ (৬৫), শাহনেওয়াজ (২৬), মো. হেলাল (৩৬), খালেদা বেগম (৪০), আবদুস শুক্কুর (৩৬) ও দেলোয়ার হোসেন (৫৬)। এদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, ‘রাতে সাতকানিয়া উপজেলা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে হাসপাতালে আনেন স্বজনরা।
পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে দেন।’
Discussion about this post