স্টাফ রিপোটারঃ৬জুলাই
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় বহদ্দারহাট-কালুরঘাটমুখী পাকা রাস্তার মোড়েস্থ আল হাসান বেকারীর এন্ড কনফেশনারী এর সামনে কতিপয় এলাকার চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-
ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আকদায় করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ৫ জুলাই রাত্র সাড়ে ৮টায় র্যাবের আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযানে
ধাওয়া করে আসামী ১। মোঃআব্দুল কাদের মহি উদ্দিন (২৩), পিতা- মোঃ মোস্তফা কামাল, সাং- পূর্বশানকির (বড় মেজেবাড়ি),
থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর এ/পি-ফরিদাপাড়া (তালতলা), ২। মোঃ রুবেল (৩১), পিতা- মৃত তোফাজ্জল হোসেন, সাং- খিল মোড়ালী, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম এ/পি-খতিবের হাট, থানা- পাঁচলাইশ, চট্টগ্রাম মহানগরীদের আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকার আশে পাশের বিভিন্ন সড়কে অবৈধভাবে সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন জোরপূর্বক
গাড়ি গতিরোধ করে এবং ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও অন্যান্য মালামালের ব্যবসায়ীদের নিকট হতে বিভিন্ন সংস্থার ও স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনা ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post