প্রেস বিজ্ঞপ্তীঃ০৬জুলাই
দক্ষিণ হালিশহর(নারিকেল তলা)নুরগনি পাড়াস্থ মরহুম হাজ্বী নুর গনির ৩য় পুত্র হাজী সুজাউদ্দীন (৬৬) আজ মঙ্গলবার(৬জুলাই) সকালে হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নাহিল্লাহে…রাজেউন)।
বাদে আছর আলীশাহ জামে মসজিদ সংলগ্ন নতুন সাইটপাড়া কবরস্থান প্রাঙ্গণে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে মরহুমের বড় ভাই হাজী মোঃ ওবায়ইদুল হক(সাবেক মেম্বার) সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
মৃত্যু কালে তিনি বহু শিক্ষা-সামাজিক ওধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে । মরহুম সুজাউদ্দীন এর মৃত্যু তে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। আমরা গভীর ভাবে শোকাহত।
Discussion about this post