নিজস্ব প্রতিবেদকঃ০৫জুলাই
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত২৪ ঘণ্টায় আরো ৫ জন মুত্যু বরণ করেছে। এনিয়ে চট্টগ্রামে মোট মৃত্যু হলো ৭২২ জন। গতকাল নগরীতে একজন ও উপজেলায় চারজন মৃত্যুবরণ করে।
গতকাল রবিবার চট্টগ্রামের ১০টি সহ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৯ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ১২ শতাংশ।নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৪১৪ ও উপজেলার ১৪৫ জন।
ুসোমবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৪ টি নমুনা পরীক্ষায় ৫৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৬৮টি নমুনা পরীক্ষায় ৮০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১২৯টি নমুনা পরীক্ষায় ৫৯ জন শনাক্ত হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৪টি নমুনা পরীক্ষায় ৭২ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৩০টি নমুনা পরীক্ষায় ২১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯১টি নমুনা পরীক্ষায় ৮০ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯৫টি নমুনা পরীক্ষায় ৩৫ জন শনাক্ত হয়।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ২১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৬৪টি নমুনা পরীক্ষায় ১৫ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১১০টি নমুনা পরীক্ষায় ৬০ জন এবং এন্টিজেনে ২০৮টি নমুনা পরীক্ষায় ৬৫ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭০ জনের নমুনা পরীক্ষা ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
জেলায় করোনা আক্রান্তদের ২ জন লোহাগাড়া, সাতকানিয়ার ৫ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ৯ জন, চন্দনাইশের ১ জন, পটিয়ার ১২ জন, বোয়ালখালীতে ৭, রাঙ্গুনিয়ার ১৫ জন, রাউজানের ৩৬ জন, ফটিকছড়ির ৬ জন, হাটহাজারীর ১১ জন, সীতাকুণ্ডের ১৮ জন, মিরসরাইয়ের ৯ জন এবং সন্দ্বীপের ৪ জন শনাক্ত হয়।
Discussion about this post