নিজস্ব প্রতিবেদকঃ০৩জুলাই
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য আরোপিত কঠোর বিধিনিষেধ চলাকালে ৩ জুলাই ,শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামস্থ পাহাড়ে বসবাসরত এবং অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত ২৭৮টি পরিবারের মধ্যে সরকারি জি আর ক্যাশ বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে ১০০০ টাকা করে মোট ২,৭৮,০০০ টাকা নগদ অর্থ সহায়তা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন।
Discussion about this post