পটিয়া প্রতিনিধিঃ০৩জুলাই
স্বাস্থ্য বিধি লংঘন করায় চলমান লকডাউনের ২য় দিন পটিয়ার ডাক বাংলো রোড, মুন্সেফ বাজার, কালিমন্দির রোড, কেলিশহর, পাচুরিয়া, চাপাড়া, শান্তিরহাট এবং হাইওয়ে রোডের বিভিন্ন স্পটে স্বাস্থ্য বিধি লংঘন করায় ১৯ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭২৪০ টাকা জরিমানা আদায় করে তাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে সতর্ক করা হয়েছে ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন সেনাবাহিনীর সহযোগিতায় এসব স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নীলুফা ইয়াসমিন অভিযান চালিয়ে ১( মামলায় এই জরিমানা আদায় করেন।
তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকার লোকজনকে সচেতন করতে মাস্ক বিতরণ করেন তিনি।এই দিন সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও লোক চলাচল নিয়ন্ত্রণ করেন।
সহকারী কমিশনার (ভুমি) নীলুফা ইয়াসমিন জানিয়েছেন, কঠোর লকডাউনের ২য় দিনে ১৯ মামলায় ৬ হাজার ২৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ (৩জুলাই) শনিবারও পটিয়ায় লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
এদিকে পটিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা এবং মাস্ক পরিধান না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
করোনাভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন হয়ে সরকারি নির্দেশনা প্রতিপালন করার অনুরোধ করেন তিনি।আজ দিনব্যাপী বৃষ্টি ও সাপ্তাহিক ছুটির দিন থাকায় এমনিতেই রাস্তয় আগের দিনের তূলনায় কম ছিল। প্রশাসনের তীক্ষ্ম নজরদারির কারণে লোকজন তেমন একটা রাস্তায় বের হয়নি।
আগে থেকেই পুলিশ লকডাউন বাস্তবায়নে পটিয়ায় কাজ করে যাচ্ছে। ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে। রাতেও কেউ যাতে বের হতে না পারে সে ব্যাপারে চেক পোষ্ট সহ বিশেষ পুলিশি টইল জোরদার থাকবে।
Discussion about this post