ডেস্ক নিউজঃ০২জুলাই
নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকা থেকে থানার পুলিশ এসআই-খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ ৩০ জুন রাতে (সিয়েরা-৩৪ নৈশ্য) ডিউটি কালীন সময় রাত অনুমান ১২.১০ টার সময় বেতার বার্তার মাধ্যমে সংবাদ পান যে, একজন অজ্ঞাতনামা ব্যক্তি একজন অজ্ঞাতনামা মহিলাকে মূমর্ষ অবস্থায় দেখতে পান। এসময় থানা এলাকার মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত ঘোষনা করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসআই- খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশের ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে উক্ত অজ্ঞাতানামা মহিলার মৃতদেহ চমেক হাসপাতালের মর্গে আছে।
কেউ উক্ত লাশের পরিচয় সনাক্ত বা পরিচয়ের সন্ধান দিতে পারলে টেলিফোন- ০২৪১৩৮০৩০৩ মোবাইল- ০১৩২০-০৫২৫২৪ বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
অথবা নিকটস্থ থানা কিংবা বায়েজিদ থানায় খবর দেওয়ার জন্য সিএমপি দপ্তরে এক প্রেস বার্তায় সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
Discussion about this post