নিজস্ব প্রতিনিধিঃ২০জুন
বারো আউলিয়ার অন্যতম হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ আজ (২০জুন) রবিবার আনোয়ারা উপজেলার বটতলী মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।
তবে করোনা পরিস্থিতি বিবেচনায় গতবারের ন্যায় এইবারও বড় ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ আনোয়ারা উপজেলার বটতলীস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার দুপুরে মাজার কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল ছাড়া আর কোন কর্মসূচি রাখা হয়নি বলে জানান মাজার পরিচালনা কমিটির যুগ্ম মতোয়াল্লী মাস্টার এসএম জহিরুল ইসলাম।
তিনি জানান সরকারের স্বাস্থ্য বিধি মেনে দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে গত বছরের মতো এ বছরও বড় ধরনের কোন আনুষ্ঠানিকতা ছাড়াই ওরশ পালিত হবে। ওরশ উদযাপন কমিটির পক্ষ থেকে মাজারের সংরক্ষিত এলাকায় কোন ধরনের পশু জবাই না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Discussion about this post