নিজস্ব প্রতিবেদকঃ১৯জুন
চট্টগ্রামের পৃথক ৪ দুর্ঘটনায় ৮জনের প্রাণ গেল : তাও আবার সাড়ে ৩ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫জনের । সব মিলে নগরীতে মোট প্রাণ গেছে ৬জনের আর কর্ণফুলীতে আরো ১টি দুর্ঘটনায় ২জনের মৃত্যু সহ সর্বমোট আহত হয়েছে ২৫জন।
গতকাল ১৮জুন শুক্রবার দুর্ঘটনা কবলিত এলাকার থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
এর মধ্যে ইপিজেড থানাস্থ স্টিলমিল বাজার এলাকায় ৩জন,কর্ণফুলী মজ্জারটেকে ৩জন,পাহাড়তলীতে১জন এবং বাকলিয়ায় ১জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন থানার দায়িত্বশীল পুলিশ অফিসার ও ডিউটি অফিসারগণ।
ইপিজেড স্টিলমিলঃ ইপিজেড থানাধীন স্টিলমিল বাজার এলাকায় বাসের চাপায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আরফা বেগম (৪৫),আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী। তিনি জানান, স্টিলমিল বাজার (সাইলো খালপাড় রোডের) দিকে আসার সময় রিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন। চালককে আটক করা হয়েছে।
কর্ণফুলী মজ্জারটেকঃ শুক্রবার বিকেলে উপজেলা কর্ণফুলী মজ্জারটেকের মোড়ে দুটি বাসের মুখা-মুখি সংঘর্ষে ৩জনের প্রাণ গেছে বলে থানার ওসি দুলাল মাহমুদ সংবাদ মাধ্যম কে জানিয়েছেন। তিনি আরো জানান, ঐ দুর্ঘটনায় আরো২০/২২জন দ্রুত চমেক মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পটিয়াগামী বাসে দুর্ঘটনায় প্রায় ৩০/৪০জন যাত্রী ছিল। দুর্ঘটনায় মৃতরা হলে পটিয়া মালিযারার নুরুল আমিনের ছে নুরুল আবচার(৪৮), একজন ১৬বছরের শিশু, অপর জন অজ্ঞাত যাত্রী বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
পাহাড়তলী ঃ থানা এলাকার রাসমনি ঘাট এলাকারয় গাড়ীর ধাক্কায় গোপার দাশ(৪৫) নামে এক জেলের মুত্যু হযেছে, তিনি ১১নং দ্ক্ষিণ কাট্টলী ওয়ার্ডের হরিলাল দাশের ছেলে বলে নিশ্চিত করেন পাহাড়তলী থানা। তিনি শুক্রবার সকাল সাড়ে৮টার দিকে কাট্টলী ওয়ার্ডের বেড়ীবাধেঁর সড়কে দুর্ঘটনায় প্রাণ হারান।
বাকলিয়া এলাকাঃ কালামিয়া বাজার লিজা ক্লাবের সামনের সড়কে শুক্রবার (১৮জুন) সন্ধ্যা ৬টায় আল-আমিন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে বলে বাকলিয়া থানা সূত্রে জানান। তিনি মোটর সাইকেলের ধাক্কায় নিহত হন। এলাকার বিল্লাল মিয়ার ছেলে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। বাকলিয়া ও পাহাড়তলীর দুর্ঘটনা দুটির খবর নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শীল ব্রত বড়ুয়া।
এছাড়া চট্টগ্রাম -ঢাকা মহাসড়কের কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩জনের প্রাণ কেড়ে নিয়েছে ঘাতক ট্রাক। এসময় আরো ৫/৭জন আহত হলে তাদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করানো হয়ছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। পরে ঘটনাস্তলে হাইওয়ে পুলিশ এসে ট্রাকটি থানায় নেন। চালক-হেলপার পলাতক ছিল।
Discussion about this post