বিশেষ প্রতিনিধিঃ১৭জুন
চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল (৩২) নামে এক যুবক আহত হয়েছেন।পুলিশের দাবি, গুলিবিদ্ধ সাইফুল তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি ১৮টি মামলার আসামি। এ সময় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার এশিয়ান হাইওয়ে লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, দিবাগত রাত দেড়টার দিকে লিংক রোড এলাকায় পুলিশের অস্থায়ী তল্লাশিচৌকি দেখে পালানোর চেষ্টা করে সাইফুল। এ সময় সাইফুলকে ধরতে গেলে সে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে।
এ সময় গোলাগুলিতে সন্ত্রাসী সাইফুল গুলিবিদ্ধ হন। আহত হন বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) নাজিমুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও রবিউল হোসেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত সন্ত্রাসী সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Discussion about this post