নিজস্ব প্রতিনিধি:১৭জুন, চট্টগ্রাম
আনোয়ারা উপজেলার পারকি সৈকত জুড়ে কমলা সদৃশ হলুদ রঙের মাল্টা আর মাল্টা। সেই মাল্টা নিয়ে ছোড়াছুড়ি করছে স্থানীয় শিশুরা।
গতকাল ১৬ জুন বুধবার উপজেলার পারকি সৈকতে এত মাল্টা দেখে বিস্মিত হয়েছেন স্থানীয় লোকজন। তাদের ধারণা, আমদানি করা এসব মাল্টা হয় বন্দরের ইয়ার্ডে অথবা হিমাগারে পঁচে যাওয়ায় আমদানিকারকরা ফেলে দিয়েছেন।
তারা জানান, রাতের আঁধারে ট্রাকে করে এনে পঁচা মাল্টাগুলো ফেলা হয়েছে। পরে জোয়ারের ঢেউয়ে সেগুলো ছড়িয়ে পড়ে সৈকতের আধা কিলোমিটার এলাকায়। মাল্টাগুলো খাবারের অনুপযোগী, পচা। এতে পরিবেশ দূষণের আশঙ্কা তাদের।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, সৈকতে পঁচা মাল্টার খবরটা সন্ধ্যায় আমরা জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরিবেশ বিদরা মনে করছেন, এসব পচাঁ মালটা-কমলা সদৃশ্য বস্তু সাগরে ফেলাতে পরিবেশ দূষণ সহ জৈব বৈচিত্রের ক্ষতি সহ মৎস্য প্রজনন দারুণ ক্ষতির আশংকা রয়েছে। এছাড়া এগুলো ভালো মনে করে শিশু বা লোকজন খেলে মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হবার সম্ভবনা থাকবে। বিষয়টি দ্রুত ব্যবসথা নিতে বিচ কমিটি উচ্চ প্রশাসনের দৃষ্ঠি আকর্ষণ করেছেন।
Discussion about this post