স্টাফ রিপোটারঃ১৬জুন
সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ গত ১৫জুন খুলশী থানার মামলা নং-১৪, তারিখ-১১/০৬/২০২১খ্রিঃ,
ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধনী-২০০৩) এর ৬(২)(ঈ)/৮/১০/১১/১২/১৩ সংক্রান্তে ইতিপূর্বে এজাহারনামীয় গ্রেফতারকৃত ও রিমান্ডে থাকা মো: শাখাওয়াত আলী @ লালু(৪০) এর প্রদত্ত তথ্য অনুযায়ী তাহার সনাক্তমতে আকবরশাহ্ থানা র ফিরোজশাহ্ এলাকা হতে মোঃ শামীমুর রহমান @শফিক হুজুর(৪৩) কে আটক করেন।
সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটকরেছেন বরে সিএমপির এক প্রেস বার্তায় সংবাদ মাধ্যমে জানাই।
গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত “আনসার আল ইসলাম” এর ১ জন সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত ব্যক্তিকে সিএমপির খুলশী থানার মামলা নং-১৪, তাং-১১/০৬/২০২১খ্রিঃ, ধারা-২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী/২০১৩) এর ৬(২)(ঈ)/৮/১০/১১/১২/১৩ সংক্রান্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post