ক্যাপশন নিউজ: হোসেন বাবলাঃ১৫জুন
নগরীর হালিশহর সমুদ্র সৈকতে জেলে সম্প্রদায়ের মৎস্যজীবীরা সামনের মৌসমে
সাগরে ইলিশ পালে ব্যাপক মাছ ধরার প্রত্যাশা নিয়ে নৌকা নিয়ে প্রস্তত হচ্ছেন মৌসমে সাগরে জাল পেলতে।
সরকার ঘোষিত ৬৫ দিন ইলিশ ধরা বন্ধ সহ উপকূলে মাছ ধরা নিষিদ্ধর সময় ক্ষনিয়ে আসায় এখন পূর্নদ্যমে নৌকা-জাল ও সরনজাম নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন পেশাগত কাজে নেমে পড়তে। আর পুরাতন জাল গুলো রৌদ্রে শুকিয়ে এবং চেড়া-পাঠা অংশে সুতা দিয়ে ভালো করে বুনন করছে মৎস্যজীবীরা ।
এমন কি নৌকা, ডিঙ্গি নৌকা ওসাম্পান গুলো রং-চুন ঝালায় করে নিয়েছেন। তাই তো সাগরে নামানোর জন্য তীরে সারি সারি বেধেঁ রেখেছেন মাঝি-মাল্লারা।
ছবির ক্যাডিটঃ আনোয়ার হোসেন বেলাল, খবর-বাবলা১৫/০৬/২১ইং
Discussion about this post