কর্ণফুলী প্রতিনিধি::১২ জুন,চট্টগ্রামঃ
চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা একটি চামড়ার গুদামকে ৭০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ( ১০ জুন) বিকালে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা। এসময় মেয়াদোত্তীর্ণ ২০ কার্টুন পন্ড ক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা বলেন, ইউনিয়ন পরিসদ ২০০৯ আইন, জাতীয় ভোক্তা অধিকার আইন ও পরিবেশ আইনে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার হেফাজত থেকে মেয়াদোত্তীর্ণ ২০ কার্টুন পন্ড ক্রিম ধ্বংস করা হয়।
ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, ভ্রাম্যমান আদালতের পেশকার ডিপু চাকমা, পুলিশ ও আনসার সদস্যরা তার সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চামড়ার গুদাম গড়ে তুলেছে জনৈক আলী আব্বাস। তিনি সেখানে চামড়া সংরক্ষণ, পশু জবাই, গরুর নাড়িভুঁড়ি ও ভারতীয় মাংস বেচাকেনা করে আসছে।
এর পেক্ষিতে ইউএনও নিশ্চিত হয়ে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন। এসময় তিনি আরো জানান, অবৈধ-অণৈতিক এবং মন্দ কাজের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহেত থাকবে। এসবে জড়িত কাউকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে পরিস্কার জানিয়ে দেন।
Discussion about this post