নিজস্ব প্রতিনিধিঃ১২জুন
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) কেন্দ্রীয় গভর্নর ও বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবুর সাথে সংগঠনের ইপিজেড থানা শাখা কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর নির্বাহী সভাপতি শফিউল আলম রানার সভাপতিত্বে শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পূর্ব মাদারবাড়ীস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত ।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ইপিজেড থানা শাখার নির্বাহী সভাপতি হাজী মোঃ আবু তালেব,সহ-সভাপতি শারমিন ফারুক সুলতানা, সাঃ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দীন, যুগ্ন সম্পাদক আজাদ হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সুমন, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস আলম,দপ্তর সম্পাদক নাছিমা বেগম,সদস্য রহমান মিয়া,৩৯ নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন সুমন।
প্রধান অতিথি আমিনুল হক বাবু তার বক্তব্যে বলেন, বিএইচআরসি ইপিজেড থানা শাখার কর্মকান্ডের প্রশংসা করেন এবং লিগ্যাল এইড কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত মানবাধিকার কর্মীর প্রধান কাজ।
তিনি মানবাধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভাপতি শফিউল আলম রানা ইপিজেড থানার সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এবং কেউ অনৈতিক কাজ করলে কখনই মানবাধিকার সংগঠন তার দায়ভার বহন করবে না বলে জানান।তবে কেউ প্রকৃতভবাবে ন্যায্য অধিকার বঞ্চিত হলে সেখানে মানবাধিকার সংগঠন নেতৃবৃন্দ অবশ্যই সহায়তা করবে।পাশাপাশি সকল নেতাকে কর্মী বাছাই কালে তারপেশা,পরিবার ওনৈতিক চরিত্র সম্পর্কে যাছাই করে সদস্য নিতে সবার প্রতি অনুরোধ জানান।
Discussion about this post