মোহাম্মদ মোস্তফা,০৬জুন,চট্টগ্রাম
নগরীর হালিশহর নয়াবাজার(বিশ্ব রোড) এলাকায় বর্ষা, চারদিকে শুধু থৈ থৈ পানি আর পানি । রবিবার সকাল থেকে অবিরাম বর্ষা রূপ দেখেছে সারাদেশ। বীর চট্টলার জনগণও বাদ যাই নি এই বর্ষার জল দূর্ভোগ থেকে। যে দিকে থাকায় পানি , আর এতে গোটা নয়াবাজার, বড়পুল, অলংকার,সরাইপাড়া, সাগরিকা স্টেডিয়াম পাড়ায় হাটু তেকে কোমর সমান পানি জমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।
যার কারণে দিনমজুর, রিক্সা ভ্যান চালক ও কেটে খাওয়া জনসাধারণ নিদারুণ দূর্ভোগে পড়েছেন।চট্টগ্রাম আবহাওয়া ও পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আরো২/৩ দিন এই বৃষ্টি অব্যাহেত থাকবে।
এদিকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সৃষ্ট জলাবদ্ধতায় নিদারুণ কষ্ঠে পড়েছে গার্মেন্টস নারী ও শ্রমজীবি মানুষগণ। উন্নয়ন কাজের জন্য সড়কের মোড়ে মোড়ে গর্ত আর ঘাত সৃষ্টিতে জমে থাকা পানিতে চরম বিপাকে পড়েন কেটে খাওয়া মানুষ।
আরো ২/৩দিন এভাবে চলতে থাকলে এমনিতে করোনাতে কাজ হারা মানুষ অনেক অসহায়ত্ব জীবন যাপন করছে। এর উপর আবার বর্ষার দূর্ভোগ। কোন দিকে যাবে মানুষ অনকেটাই দিশেহারা।
Discussion about this post