নিজস্ব প্রতিনিধিঃ০৬জুন
নগরীর পতেঙ্গা থানা এলাকার সী-বিচ চরপাড়া থেকে ডিবি পুলিশের অভিযানে ২২ জুয়াড়িকে নগদ ৩১ হাজার ৪৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম গতকাল সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (৫ জুন) দিবাগত রাত ২ টার দিকে সী-বিচ চরপাড়া থেকে তাদের আটক করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।
গ্রেফতাররা হলেন- আব্দুস সবুর (৩৮), মো. জাহাঙ্গীর আলম (৩৮), মো. মোর্শেদ আলম (২৮), মো. মামুনুর রশিদ (২৯), মো. ইব্রাহীম (৩২), মো. মান্নান (৪৬), মো. আব্দুর রহিম (৪২), মো. ইকবাল (৪৪), নুরুল ইসলাম বিপ্লব (৪২), মো. ওসমান গনি (২৪), মো. ইদ্রিস (৪৫), মো. রুবেল (২৮), মো. নুরুল আনোয়ার (৫৫), মো. ফখরুদ্দিন (২৩), মো. আবুল কাশেম (৪০), মো. হালিম (৪০), মো. রানা (২৫), মো. তৌহিদ আফ্রিদি (১৮), মিঠুন দাশ (২৮), সোহরাব হোসেন (৩৭), মো. সোহেল (২২) এবং মো. সাইফুল (১৮)।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শাহ মো. আবদুর রউফ জানান‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে পতেঙ্গার সী-বিচ এলাকা থেকে ১৪ প্যাকেট তাস এবং নগদ ৩১ হাজার ৪৪০ টাকাসহ ২২ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ধৃতদের বিরুদ্ধে অসামাজিক-অনৈতিক এবং অবৈধ টাকা লেনদেনেরদায়ের মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে থানার কর্তব্য রত পুলিশ অফিসার প্রতিবেদক কে জানিয়েছে।
Discussion about this post