খুলনার ডুমুরিয়া উপজেলায় সেনাবাহিনীর সদস্য বহনকারী একটি ট্রাক খাদে পড়ে এক সৈনিক নিহত হয়েছেন। সোমবার দুপুর তিনটায় উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালি সেতুর পাশে এ ঘটনা ঘটে।
নিহত সৈনিকের নাম শফিক। তার ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আহত সৈনিক মামুন ও নুরুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে বলেন, সেনাবাহিনীর শীতকালীন মহড়া উপলক্ষে বরিশাল থেকে সাতক্ষীরায় ট্রাক যোগে এক দল যাচ্ছিল। বালিয়াখালি সেতুতে উঠার সময় ট্রাকটি খাদে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে আমজাদ হোসেনের মৎস ঘেরে পড়ে যায়। ওই গাড়িতে ২৫ জন সেনা সদস্য ছিল। যার মধ্যে একজন সৈনিক নিহত হয়েছেন এবং ২ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে।
Discussion about this post