ডেস্ক রিপোটঃ৩০মে
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদিন ৭৩৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮২ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৩ হাজার ২৫১ জন।
গতকাল ৩০ মে, রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য জানানো হয়।
এদিন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২৯ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করে ১৬ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে শনাক্ত হয়েছে ৮২ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৪৯ জন এবং উপজেলায় ৩৩ জন।
Discussion about this post