নিজস্ব প্রতিবেদকঃ
২৪ মে বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চিটাগাং চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম’র সাথে চট্টগ্রামস্থ শিল্প পুলিশ-০৩ এর সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মো: সোলাইমান, পিপিএম মতবিনিময় করেন। এ সময় শিল্প পুলিশ-০৩ এর এএসপি মো: জসিমউদ্দিন, পিপিএম, চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) উপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন- চট্টগ্রাম হচ্ছে শিল্প ও বন্দর নগরী। বাণিজ্যিকরাজধানীচট্টগ্রামে দেশেরঅনেকমাঝারি-ছোট-বড় সহ বৃহৎ শিল্প কারখানা অবস্থিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এতদঞ্চলের শিল্পায়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এতদঞ্চলের উৎপাদিত পণ্য সমূহ সড়ক পথে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবাহিত হয়। ইতোপূর্বে সীতাকুন্ড ও মিরসরাই অঞ্চলে প্রায় বিভিন্ন ধরনের পণ্য বিশেষ করে তৈরি পোশাক জাত এবংরড চুরি ও ডাকাতি হতো।
তবে বর্তমানেএধরনের চুরি ও ডাকাতি অনেক কম সংগঠিত হচ্ছে। চেম্বার সভাপতি শিল্প-পুলিশই উনিটকে তাদের বর্তমান কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানিয়ে ইউনিটকে আরো অধিকতর ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি বৃহত্তর চট্টগ্রামস্থ ব্যবসায়ীদের পণ্যের নিরাপত্তা এবংশিল্প-কারখানার শ্রমিকের শান্তি ও শৃঙ্খলার উপর বিশেষ নজর দেওয়ার জন্য শিল্প পুলিশ’র প্রতি অনুরোধ জানান ।
সুপারিন টেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মো: সোলাইমান, পিপিএম বলেন- চট্টগ্রাম হচ্ছে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এর মাধ্যমেই দেশের অর্থনীতির কর্মকান্ড পরিচালিত হচ্ছে। তিনি এতদঅঞ্চলের ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যেরনিরাপত্তা ও শ্রমিকদের সকলধরনেরসমস্যাসমাধানে চট্টগ্রামস্থ শিল্প পুলিশ ব্যাপকপরিসরেকাজকরছেবলেমন্তব্য করেএক্ষেত্রেচিটাগাং চেম্বারেরসহযোগিতাকামনাকরেন।
এসপি মো: সোলাইমানচেম্বার নেতৃবৃন্দকেএতদঅঞ্চলেরশিল্পায়নেরগতিধারাঅব্যাহতরাখতেতাঁর ইউনিটের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এএসপি মো: জসিমউদ্দিন, পিপিএম চট্টগ্রামস্থ শিল্পপুলিশের সার্বিক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) চট্টগ্রাম শিল্পপুলিশের কাজের পরিধি অধিকতর বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
Discussion about this post