বিশেষ প্রতিবেদকঃ২১ মে.চট্টগ্রাম
ইন্টারনেট-অনলাইন মাধ্যম ফেসবুকে স্ত্রীকে দিয়ে প্রেমের ফাঁদ পেতে দেখা করার নামে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৯ মে বুধবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার পানির কল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- কথিত প্রেমিকা সানজিদা আক্তার (২০), তার স্বামী মো. আলাউদ্দিন (২৪) এবং আলাউদ্দিনের বন্ধু মোক্তার আহাম্মেদ (৩৫)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, প্রায় একবছর আগে ফেসবুক ফ্রেন্ড থেকে কাইয়ুম ও সানজিদার মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর গত ১০ মে তারা দুজন পাহাড়তলী থানার নয়াবাজার এলাকায় দেখা করে। সেদিন কাইয়ুমকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে পাহাড়তলীর পানির কল এলাকার খলিল উল্লাহ সর্দারের গলির একটি বাসার গেটের ভেতর নিয়ে যায় সানজিদা।
পরে সেখানে কাইয়ুমকে আটকে রেখে তার কাছ থেকে হাতিয়ে নেয়া হয় নগদ ৪ হাজার টাকা ও ভিসা কার্ডে থাকা ৫০ হাজার টাকা। কাইয়ুম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। কাইয়ুমের অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের ২০মে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে পাহাড়তলী থানা সূত্রে জানা গেছে।
Discussion about this post