মো: নাসির উদ্দিন ঃ০৯মে
নগরীর কোতোয়ালি থানাধীন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কিং সালমান ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ৮মে বিকালে মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের সহায়তায় সমাজের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। এ উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় দরিদ্র ৮০,০০০(আশি হাজার) পরিবারের মাঝে ক্রমান্বয়ে ২৫ কেজি বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এ সময় সেখানে উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ)বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম, মাওলানা ফরিদ উদ্দিন, প্রধান নির্বাহী, আল মানাহিল ফাউন্ডেশন, কিং সালমান ফাউন্ডেশনের প্রতিনিধি বর্গ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post