নিজস্ব প্রতিবেদকঃ০৯মে
নগরীর ইপিজেড থানা ধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে সরকার ঘোষিত মৎস্য শিকার নিষিদ্ধ জেলেদের মাঝে খাদ্যশস্য ৯মে রোববার সকালে বন্দরটিলাস্থ ওয়ার্ড কার্য্যাদলয়ে বিতরণ করা হয়।কার্যক্রমে ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ২৭৫জন জেলে কে ৮০ কেজি করে সিদ্ধ ও আতউপ চাউল প্রদান করা হয়।
চসিক ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিরর হাজি জিয়াউল হক সুমনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ ক্রমে চাউল বিতরণে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ আক্কাস সওদাগর,কাউন্সিলর পরিষদের সদস্য মোঃ সেলিম রেজা,সমাজ কর্মী ও আঃলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান,ছাত্রলীগ নেতা জোবায়ের খলিল দীপু , চসিক ৩৯ নং ওয়ার্ডের সচিব,খাদ্য বিতরণ সুপার ভাইরজার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সরকার ঘোষিত আগামী ২মাস মৎস্য শিকার নিষিদ্ধ হওয়াতে খাদ্য সহায়তার অংশ হিসেবে জেলা মৎস্য কার্যলয়ের অধীনে জেলেদের ৮০ কেজি করে চাউল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
Discussion about this post