হোসেন বাবলা,০৪/০৫/২১ইং সিক্সটিন বাংলাটিভি’র আয়োজনে- খতমে গাউছিয়া-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত.
মিডিয়া সংবাদঃ ০৪ মে নগরীর বন্দরথানা ধীন সল্টগোলা ক্রসিংস্থ”সিক্সটিন বাংলাটিভি’র ও সাস্তাহিক আজকের সত্য সংবাদ মুক্ত খবর24,কম, আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে খতমে গাউছিয়া শরীফ-বিশেষ দোয়া ও ইফতার মাহফিল ৪ঠা মে মঙ্গলবার বিকেলে(২১রমজান) নিজস্ব মিডিয়া কক্ষে অনুষ্ঠিত হয়।
খতমে গাউছিয়া শরীফ-বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে দেশব্যাপি ছড়িয়া পড়া মহামারি করোনাভাইরাস থেকে রক্ষায় এবং অসহায় মানুষদের সার্বিক সহায়তা বৃত্তবানদের এগিয়ে এসে পরিপূর্ণ রোজার সওয়াব লাভের অনুরোধ জানিয়েছেন
বিজ্ঞ আলেম, হাফেজ মাওলানা মোঃ ওকার উদ্দিন সাহেব, তিনি মাহফিল শেষে দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করেন।এসময় আরো বয়ান করেন হাফেজ মোঃআব্দুল করিম।
রেফসান জানি এন্টারপ্রাইজ লিঃ এর প্রাধন পরিচালক ও সিক্সটিন বাংলাটিভি (16bangla tv’র পরিচালক, ও সাস্তাহিক আজকের সত্য সংবাদ। মুক্ত খবর24,কম,প্রকাশক সম্পাদক-হাজী মোঃহারুন অর রশিদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন
সিনিয়র রিপোটার,সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা,সমাজ সেবক মোঃজাফর আহম্মদ কুতুবী,তরুণ ব্যবসায়ী ও সমাজ সংগঠক মোঃ আব্দুর রহিম,
সাংবাদিক মোহাম্মদ নাছির উদ্দিন সহ বন্দরথানা ধীন ৩৮,৩৯নং ওয়ার্ড গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ।
পরিশেষে ২১রমজানের সন্ধ্যায় এক ইফতার মাহফিল ও বিশেষ মুনজাতের মাধ্যমে মহতী অনুষ্ঠনটি সম্পন্ন হয়।
Discussion about this post