তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে নবনির্মিত স্বাধীনতা স্তম্ভ ও কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মশিউর রহমান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী।
এসময় প্রধান অতিথি ফিতা কেটে নবনির্মিত স্বাধীনতা স্তম্ভ ও কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন।
Discussion about this post