তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা অফিস উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমিক এমপি।
রবিবার দুপুরে উপজেলার জাংগালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে সরকারের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের আওতায় ভিজিডি কর্মসূচিতে উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৩২২৬ জনের মধ্যে জাঙ্গালিয়া ইউনিয়নে ৪৪৪ জন ২ বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পাবেন।
উপকারভোগীদের প্রতি মাসে ২শত টাকা করে এজেন্ট ব্যাংকে সঞ্চয় রাখতে হবে। মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে থাকেন মহিলাবিষয়ক অধিদপ্তর। দুই বছর পর সঞ্চয়ের টাকা বিনিয়োগের মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে। বর্তমান সরকারের সবচেয়ে বড় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর একটি হচ্ছে এই ভিজিডি কর্মসূচি।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রধান, প্রচার সম্পাদক মবিন খান উজ্জ্বল, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন ও ইউপি সদস্য বৃন্দ, উপজেলা কৃষকলীগের
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলী আকবর মিয়া, আওয়ামী মহিলা লীগের সভাপতি ফাতেমা আক্তার, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রুস্তম আলী খান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহবুবুর রহমান খান ও হেলেনা বেগম, ইউনিয়ন যুবলীগে সভাপতি মাসুদ রানা, সম্পাদক এ্যাড. স.ম জাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ দর্জি, সাধারণ সম্পাদক ইঞ্জি: নাঈম প্রমুখ।
Discussion about this post