তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ আসন্ন কালীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে জনগণের সেবা করার উদ্দেশ্য নিয়ে ভোটারের সমর্থন পাওয়ার আশায় মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আ’লীগের সভাপতি এস.এম. রবিন হোসেন, বিএনপি থেকে বার বার নির্বাচিত মেয়র (বর্তমান স্বতন্ত্র) প্রার্থী মোঃ লুৎফর রহমান, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ফরিদ আহমেদ মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মোঃ চাঁনমিয়া প্রত্যেকে নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র পদে ৪ জন, কাউন্সিলর ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন মোট ৪৯ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা যায়, সোমবার সকাল থেকে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত ২দিন ব্যাপি প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা চত্বর এসে নির্বাচনী বিধি মেনে নির্বাচন অফিসে গিয়ে জেলা নির্বাচন অফিসার ও কালীগঞ্জ
পৌরসভা সাধারন নির্বাচনের রিটানিং অফিসার কাজী মো. ইন্তাফিজুল হক আকন্দের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ৫ম ধাপে ২৮ ফেব্রæয়ারি কালীগঞ্জ পৌর নির্বাচন। পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৬ হাজার ৬৪০ জন। পুরুষ ভোটার ১৮ হাজার ৩২১ ও নারী ভোটার ১৮ হাজার ৩১৯ জন। এতে ৯ টি ওয়ার্ড রয়েছে। ভোট কেন্দ্রের সংখ্যা মোট ১৭ টি এবং ভোট কক্ষের সংখ্যা ১০৬ টি।
Discussion about this post