বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের দা’দি রেবেকা নাহার মৃ’ত্যু’ ব’র’ণ করেছেন। বুধবার (১৩ জানুয়ারি) রাত দশটার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে বার্ধ’ক্যজ’নিত কারণে ইন্তে’কা’ল করেন।
তার বয়স হয়েছিল আনুমানিক ৮৬ বছর। পারিবারিকসূত্রে জানা যায়, দীর্ঘদিন বার্ধ’ক্য’জ’নিত নানা জ’টিল’তায় ভু’গছি’লেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকার নিউরো সাইন্স হা’সপা’তাল থেকে মা’গুরায় আনা হয় তাকে।
রেবেকা নাহার দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ছিলেন
Discussion about this post