তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মুজব বর্ষ ও বিজয় দিবস উপলক্ষে “সুস্থ্য দেহ সুন্দর মন, ক্রীড়াই করে আনয়ন” এই স্লোগানকে সামনে রেখে।
পুরাতন বছর বিদায় ও নতুন বছরকে বরণের লক্ষে ডে-নাইট মিনিবার ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের পুনসহি যুব সমাজের উদ্যোগে পুনসহি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।
কালীগঞ্জ উপজেলা আ’লীগের সদস্য ও চেয়াম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল শেখের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মোল্লা। প্রথম পর্বের লীগখেলা শেষে রাত সাড়ে ১১ টায় ফাইনাল খেলায় দর্শক মুখর পরিবেশে রাকিব একাদশ ১-০ গোলে রিফাত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফারুক ও মোতালিব। এ সময় উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাহ উদ্দিন, জাতীয় স্বপ্নীলের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর ভুইয়া, ইসপালস্ হসপিটালের পরিচালক- মহসিন আকন্দ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্যামল পাল, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, টঙ্গী যুবলীগের সদস্য সুমন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাসেল মোল্লা, সদস্য জুবায়ের আকন্দ, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বাহাউদ্দিন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (রানা), ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নাঈম মোল্লা, সদস্য রাকিব, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইদুল মোল্লা প্রমুখ।
Discussion about this post