তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি: কেন্দ্রীয় আ’লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন- আমি কোনো অপকর্মের সাথে জড়িত না। আমার জন্য কারোর ক্ষতি হয়েছে কেউ বলতে পারবে না।
আমাকে আপনজন মনে করলে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিয়ে আমার প্রার্থী রবিন হোসেনকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয়ের মাধ্যমে প্রাপ্য পৌর সেবা আপনারা ভোগ করবেন। স্থানীয় কাউন্সিলররা তারা নিজেরাই এলাকার উন্নয়নে কাজ করতে পারবে। এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আমাকে যদি ভালো মানুষ মনে করেন তাহলে নৌকা মার্কায় ভোট দিয়েন।
সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌর ৩ নম্বর ওয়ার্ড (ভাদার্ত্তী) আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় অা’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
পৌর ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মো . কামরুল ইসলাম, উপজেলা আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল আমিন খন্দকার, সদস্য এবিএম তারিকুল ইসলাম প্রমুখ।
এ সসময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আল-আমিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী বশির উদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মো.শরীফ হোসেন খান কনক, সদস্য আবুল হাসেম ভূইয়া, আহমেদুল কবির, শাহ আলম দেওয়ান, মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহমেদ,
পৌর মহিলা আ’লীগের সভাপতি আমিরুন্নেছা, পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, পৌর যুবলীগের সদস্য আজাদ ফয়সাল আহমেদ সাজ্জাদ, পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত, শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম আই লিকন প্রমুখ
Discussion about this post