বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছরের শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানীর করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগ প্রতিবেশি চাচা মান্নান (৩৮)’র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামে।
ভিকটিম কালীগঞ্জ সেন্টমেরিস গার্লস হাই স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত লম্পট মান্নান খৈকড়া গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে। এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত লম্পটকে মান্নান কে আটক করে থানায় নিয়ে যায়।
পরে বুধবার দুপুরে আটককৃত মান্নাকে গাজীপুর আদালতে প্রেরণ করে কালীগঞ্জ থানা পুলিশ। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। অভিযুক্ত সূত্রে জানা যায়- ১৩ ডিসেম্বর ভিকটিমের মা ও ভাই বাড়ীতে না থাকার সু-কৌশলে প্রতিবেশী মিলন মিয়ার ছেলে লম্পট মান্নান ভিকটিমের বসত ঘরে ঢুকে মেয়ের হাত ধরে টানাটানি করে।
এক পর্যায় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক বিছানায় শুয়াইয়া শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়ে ডাক-চিৎকার করলে মান্নান দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান- নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা রুজু করা হয়েছে। যার নম্বর- ১১। পর অভিযুক্ত মান্নাকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে
Discussion about this post