আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭নং পাটিচরা ইউনিয়ন পরিষদে এবং নজিপুর ইজি বাইক মালিক-শ্রমিক কল্যাণলীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে বুধবার শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পাটিচরা ইউনিয়ন পরিষদ চত্বরে অত্রাঞ্চলের শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলার প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রেজাউল ইসলাম, পাটিচরা ইউপির চেয়ারম্যান রায়হানুল আলম সহ ইউপি সদস্যবৃন্দ ও সূধীজন প্রমূখ।
অপরদিকে নজিপুর ইজি বাইক মালিক-শ্রমিক কল্যাণলীগের উদ্যোগে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার নজিপুর-ধামইরহাট সড়কে ৮০জন সদস্যদের মাঝে শীত বস্ত্র হিসাবে জ্যাকেট বিতরণ করা হয়েছে।
এসময় ইজি বাইক মালিক-শ্রমিক কল্যাণলীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারন সম্পাদক এনামুল হক, সাংবাদিক দিলিপ চৗহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post