তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ কালীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে চক্ষু ও দাঁতের ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
বৃহস্পতিবার দপুরে কালীগঞ্জ বাজারে ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কালীগঞ্জ ডিজিটাল চক্ষু হাসপাতাল ও ডেন্টাল চেম্বারের উদ্যোগে দিনব্যাপী উপজেলার চক্ষু ও দাঁতের রোগীদের এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এই সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, সদস্য মো. মিন্টু মিয়া, পৌর আ’লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু, সাবেক
ভিপি আবুল হাসনাত চৌধুরী টুটুল, পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম.আই লিকন, সাধারন সম্পাদক মো. ওয়াসিম মোল্লাসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
Discussion about this post