তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি ঃ কুষ্টিয়ায় রাতের আধাঁরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মাণিধীন ভাস্কর্য ভাঙ্গরা প্রতিবাদে জড়িতদের দ্রæত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করছে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে কালীগঞ্জ বাসট্যান্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- উপজলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোস্তফা মিয়া, উপজলা
আ’লীগর ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজলা আ’লীগর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মানজাত আলী, পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান আহমেদ, আতাউর রহমান, মোঃ মজিবুর রহমান, পৌর মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আকন্দ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন, হাসমত আলী, আক্তারুজ্জামান, গিয়াসউদ্দিন, নাজিমউদ্দীন, ফজলুলু হক প্রমুখ।
Discussion about this post