তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মরত কর্মচারীগণ পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালনের লক্ষ্যে ব্যানার ও পোষ্টার নিয়ে অফিস চত্বরে অবস্থান করছেন। কর্মচারীদের মধ্যে সোহেল রানা,
মিঠুন দত্ত, সুমন চন্দ্র দাস
, মাহাবুব, রোকন ও শরীফ হোসেন ঘোষিত কর্মসূচি পালন করছেন। জানা যায়, কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি এ কর্মসূচি আগামী ১৯ নভেম্বর পর্যন্ত পালন করা হবে।
তারপরেও যদি তাদের দাবি পূরণ না হয় তবে আগামী ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত একই কর্মসূচি পালন করবেন।
এর পরও সরকার দাবি মেনে না নিলে ২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচি পালন করবেন বলে কর্মরত কর্মচারীগণ জানান।
জেলা প্রশাসকের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে কর্মরত ১১-১৬ গ্রেডভুক্ত কর্মচারীগণ পদ-পদবি পরিবর্তন
ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ২০০১ সাল থেকে আন্দোলন করে আসছেন।
জেলা প্রশাসকের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি)
কার্যালয়ের কর্মরত কর্মচারীগণ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন। তারপরেও তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।
Discussion about this post