তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা শাখা যুুবলীগের আয়োজনে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) দুপুরে “দুর্যোগ দূর্বিপাকে যুবলীগ সর্বদা মানুষের পাশে” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি এস এম অালমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হারুন রশিদ টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন – কেন্দ্রীয় অা’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের অাফরোজ চুমকি এমপি।
বিশেষ অতিথি ছিলেন- জেলা অাওয়ামী যুবলীগের অাহবায়ক -এস এম অালতাফ হোসেন, যুগ্ম অাহবায়ক সেলিম অাজাদ, জেলা অা’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড, অাশরাফি মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরণ, পরিমল চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড, মাকসুদ-উল আলম খান,
মহিলা ভাইস চেয়ারম্যান সরমিলা রোজারিও, পৌর অা’ লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউর রহমান অাশরাফী খোকন প্রমুখ। কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেন-বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে কোন ষড়যন্ত্রকারি আটকিয়ে রাখতে পারবে না।
বহু ষড়যন্ত্রের পথ পারি দিয়ে দেশ আজকে একটি ভালো অবস্থানে দারিয়েছে। আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছে কিন্তু এই যুবলীগ সমস্থ অপপ্রচারকে প্রতিহত করে সংগঠনেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
Discussion about this post