তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ ও ফুট পাম্প বিতরণ করেন। কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
শনিবার (০৭ নবেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেন উপজেলার জামালপুর, জাঙ্গালিয়া, মোক্তারপুর ও নাগরী এ চারটি ইউনিয়নের ১৫ জন করে সর্বমোট ৬০ জন কৃষকের মাঝে ফুট পাম্প বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ১ হাজার ৪শ কৃষকের মাঝে শীতকালীন সবজি ১০ গ্রাম লাউ, ১০০ গ্রাম লাল শাক ও ৫০ গ্রাম ফুল কপি বীজ বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা ভারপ্রাাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরিন আক্তার ফারিয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তোরন, পৌর আ’লীগের সভাপতি এস.এম রবিন হোসেন প্রমুখ।
Discussion about this post