তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে “বঙ্গবন্ধুর দর্পণ সমবায় উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ৪৯ তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (০৭ নভেম্বর) সকালে ”বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে কালীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় অা’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
বিশেষ অতিথি ছিলেন – উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মাকসুদ- উল অালম খান, শরমিলী রোজারিও, সমাজসেবা অফিসার মির্জা ফারজানা শারমিন, পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন ,বি আর ডিবির চেয়ারম্যান মোশাররফ হোসেন শুক্কুর, প্রমুখ।
Discussion about this post