নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা পালনের জন্য বাংলাদেশ পুলিশ নাগরপুর থানার পক্ষ হতে পূজা মন্ডপের দর্শনার্থীদের মাস্ক পরিয়ে দিয়েছে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ ।
ওসি মোঃ আলম চাঁদ শনিবার বিকালে পূজামণ্ডপ পরিদর্শন কালে স্বাস্থ্য বিধি মেনে চলতে এ কার্যক্রম শুরু করেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
মাস্ক বিতরণকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” বাংলাদেশে অসাম্প্রদায়িক দেশ। এখানে এক ধর্মের লোক অন্য ধর্মের মানুষের সাথে বিভিন্ন উৎসব পালন করেন।
তারপরও শারদীয় দুর্গোৎসব পালনে যেকোন নাশকতা রোধে থানা পুলিশ সর্বাদা প্রস্তুত আছে। এই উৎসবে হিন্দু, মুসলিমসহ সকল ধর্মের মানুষরাই যোগদান করে থাকেন।
তাই স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পুজোয় যোগ দিতে অনুরোধ করেন। এ সময় বিভিন্ন পূজামন্ডপের আয়োজক, দর্শণার্থীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post