চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে রাস্তা কর্তন বাবদ ৩২ লক্ষ ২৯ হাজার টাকার চেক প্রদান করেছেন চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে টাইগারপাসস্থ প্রশাসক দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নিকট চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ এই চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তরকালে প্রশাসক বলেন, ওয়াসা রাস্তা কর্তনের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাস্তা সংস্কার কাজে নিয়োজিত গাড়ী প্রস্তুত থাকবে। রাস্তা কর্তনের পর পরই পুনরায় রাস্তা সংস্কার করা হবে। যাতে করে নগরবাসী বা সাধারণ জনগণের কোন রকম দুর্ভোগ পোহাতে না হয়।
এ সময় প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ও চট্টগ্রাম ওয়াসার প্রকল্প পরিচালক মো. আরিফুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post