নভেল করোনা ভাইরাস মহামারির সম্ভাব্য ‘সেকেন্ড ওয়েব’ মোকাবিলায় ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
সবার মাস্ক পরা নিশ্চিত করতে সচেতনতামূলক পদক্ষেপের সঙ্গে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগ করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে এ নির্দেশনা দেয়া হয়।
বৈঠকের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা দেখছি ইউরোপ-আমেরিকায় নতুন করে করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।
সেজন্য প্রধানমন্ত্রী বিশেষভাবে নজর দিয়েছেন, সবাই যাতে কেয়ারফুল থাকি, সবাই যেন মাস্ক ইউজ করি। বাকি কী হবে না হবে সেটা আনসার্টেইন বিষয়।’
তিনি বলেন, ‘আমরা যদি সবাই মাস্ক ব্যবহার করি, তাহলে অটোমেটিক আমাদের ইনফেকটেড হওয়ার সম্ভাবনা কমে আসে। এজন্য মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে। অনেকের মধ্যে একটু শিথিল ভাব দেখা যাচ্ছে।’
আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা আশা প্রকাশ করেছেন, সবাই সচেতন হয়ে মাস্ক ব্যবহারে আরেকটু বেশি মনোযোগী হবেন, তাহলে অটোমেটিক্যালি আমরা এটা থেকে একটু রিলিফ পাবো। মন্ত্রিসভার নির্দেশনা হচ্ছে, সবাই যেন মাস্ক ব্যবহার করি।’
করোনা ভাইরাস মহামারির মধ্যে গেল জুলাই মাসের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। অতি সংক্রামক প্রাণঘাতি এ ভাইরাস প্রতিদিনই মানুষের মৃত্যুর সারি দীর্ঘ করছে। তবে নানা অজুহাতে এখন অনেকেই মাস্ক পরছেন না।
পাবলিক প্লেসে কোনোভাবেই মাস্ক ছাড়া যাওয়া যাবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মসজিদ, জনসমাগমস্থল বা আসন্ন দুর্গাপূজায় কোনোভাবেই কেউ যেন মাস্ক ছাড়া বের না হয়, তা নিশ্চিত করা হবে
Discussion about this post