তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংক, আওড়াখালী বাজার শাখায় গত ৬ অক্টোবর জেনারেটর বিস্ফোরণে মাস্টার রুলে কর্মরত মফিজুল অগ্নী দগ্ধ হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কৃষি ব্যাংকে মাস্টার রুলে কর্মরত মফিজুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহী…… রাজিউন। মৃত্যু কালে তার বয়স ছিল ২৭ বছর। সে বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মোজাম্মেলের ছেলে। সে ১ মেয়েসহ অসংখ্যা জ্ঞানী গুণীগ্রহী রেখে যান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) বাদ আছর নিজ বাড়ীতে তার নামাযে জানাযা অনুষ্টিত হয়। জানাযা শেষে লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ কৃষি ব্যাংক আওড়খালী বাজার শাখার ম্যানেজার ইকবাল হোসেন, উর্দ্ধতন কর্মকর্তা মাসুদ হাসান, সাংবাদিক তৈয়বুর রহমানসহ আরো অনেক গুণীজন গভীর শোক প্রকাশ করেন।
Discussion about this post