নিউজ ডেস্ক : ধর্ষকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যারা এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত, যারা এগুলো করছে, তারা হচ্ছে দুষ্কৃতকারী।
তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। সরকার এ ধরনের দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমনে বদ্ধপরিকর। এর আগেও এ ধরনের যেসব ঘটনা ঘটেছে, অনেকগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। রাজনৈতিক পরিচয়ে কেউ ছাড় পায়নি, পাবেও না।’
আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘অনেক শাস্তি কার্যকরও করা হয়েছে। এ ধরনের ঘটনা আগে ঘটেনি তা কিন্তু নয়, আগেও ঘটত। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমের এত ব্যাপকতা ছিল না।
ফলে এ ঘটনাগুলো আড়ালে থেকে যেত। এখন বেশিরভাগ ঘটনা আড়ালে থাকে না। সব ঘটনাই প্রকাশ্যে আসে। এ বিষয়টি ভালো। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা সোচ্চার এবং এ বিষয়গুলো তুলে ধরছেন, সেজন্য তাদের ধন্যবাদ। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহজ হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাঝেমধ্যে বিএনপির পক্ষ থেকে এ ধরনের ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা চালানো হয়।
২০০১ সালের পর আট বছরের শিশু, অন্তঃসত্ত্বা নারীকেও ধর্ষণ করা হয়েছে এবং পুরো গ্রাম অবরুদ্ধ করে নৌকায় ভোট দেওয়ার অপরাধে সেখানকার নারীদের ধর্ষণ করা হয়। সেই দুঃসহ স্মৃতি এখনও অনেকে বয়ে বেড়াচ্ছেন
Discussion about this post