মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার অন্যতম আসামি কালামকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (০৭ অক্টোবর) রাত ৮টার দিকে র্যাব-১১ এর অধিনায়ক লে.কর্নেল খন্দকার সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে কালামকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সেখানে সে আত্মগোপনে ছিলো।
তিনি আরো জানান.কালাম ওই গৃহবধূকে নির্যাতনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। কালাম দেলোয়ার বাহিনীর একজন সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে। তাকে রাতেই বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাব কমকর্তা।
Discussion about this post