আনোয়ারুল কোরআন মাদরাসা বাঁশবাড়িয়া, চট্টগ্রাম । আজ (বৃহ:বার) এক বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে
প্রধান অতিথি হিসাবে রাখেন মাওলানা তিনি বলেন, নূরীমুসলমানেরা আজ শতধাবিভক্ত, তাদের পারস্পরিক বিদ্ধেষ ও ধর্মীয় হানাহানির কারণে আধিপত্যবাদী ইয়াহুদীরা পৃথিবী জুড়ে মুসলিম হত্যাযজ্ঞ চালাচ্ছে। তিনি আরো বলেন, মুসলিম জীবনের অবিচ্ছদ্য অংশ হচ্ছে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ। এবং ইসলামেরও ঐক্য ভ্রাতৃত্ব ও মমত্ববোধের গুরুত্ব অপরিসীম।
প্রধান বক্তা জঙ্গীবাদ, সন্ত্রাস, দূর্নীনি ও মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গঠনের জন্য কেবল দল ও নেতার পরিবর্তনে নয়, নীতি ও আদর্শের পরিবর্তন ঘটায়ে কোরআন-সুন্নাহ ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য মুসলমানদের প্রতি আহবান জানান।
বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, আজ সারা দেশে খুন, ধর্ষণ, মাদক, জুয়া মহামারী রোগের মত ছড়িয়ে পড়েছে। তিনি এসব অপকর্মের সাথে জড়িতদেরকে ইসলাম ও মানবতার চরম শত্রæ উল্লেখ করে হাদিসে উদ্ধৃতি দিয়ে বলেন জঙ্গী, অস্ত্রধারী, জুয়াড়ী ও মাদক সেবীরা কখনো রাসুলের (স:) উম্মত হতে পারে না। তিনি বলেন, এখনো পর্যন্ত কোন মাদ্রাসা শিক্ষার্থীরা যে জঙ্গীবাদ ও সন্ত্রাসী কাজে জড়িয়ে পড়েছে তার প্রমাণ নেই। কারণ মাদ্রারাসা গুলোতে পড়ানো হয় কোরআন, হাদিস, নবী, সাহাবা ও হক্কানী আউলিয়ায়ে কেরামের জীবনী।
মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনা পেশ করেন, নূরীয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, আনজুমনে ইত্তেহাদ বাঁশবাড়িয়ার সভাপতি মাওলানা রুহুল আমীন, বাঁশবাড়িয়া মাদরাসার সহ-সুপার মাওলানা শফিউল কাদের, অধ্যক্ষ মাওলানা নুরুচ্ছালাম, খতিব মাওলানা নেজাম উদ্দিন নিজামী, মাওলানা মেহেদী হাসান হেলালী ও মাওলানা আবু ছালেহ প্রমুখ।
Discussion about this post