তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে পার্চিং উৎসব কর্মসূচি পালন করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফসলের উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ ও কীটনাশক ব্যবহার কমানো, ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণ এবং পরিবেশ দূষণ মুক্ত কিভাবে রাখা
যায় সেই বিষয়ে পার্চিং উৎসবের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করেন কৃষি সম্প্রসারণের সংশ্লিষ্টরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামে স্থানীয় ব্লক কৃষকদের নিয়ে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম এ উৎসব পালন করেন। এছাড়া একই দিন উপজেলা কৃষি
অফিসার ফারজানা তাসলিম সবজি-পুষ্টি বাগান পরিদর্শন করেন। পাশাপাশি কৃষি অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত সার ডিলারদের দোকানে গিয়ে সারের মজুদ যাচাই করে থাকেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরিন আক্তার ফারিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
Chat Conversation End
Discussion about this post